ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় ঝড়ের তাণ্ডবে নিহত ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, জুন ১২, ২০১৬
ত্রিপুরায় ঝড়ের তাণ্ডবে নিহত ৩ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরায় ঝড়ের তাণ্ডবে তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।

ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘর-বাড়ি ও গাছপালা।

শনিবার (১১ জুন) রাজ্যের দক্ষিণ জেলার উপজাতি অধ্যুষিত লালমিরা গ্রামের ওপর দিয়ে এ ঝড় বয়ে যায়। মাত্র কয়েক মিনিটের ঝড় তছনছ করে ফেলে গোটা গ্রাম।

ঝড়ের তাণ্ডবে গ্রামের অনেক বসত-ঘর ভেঙে পড়েছে, কিছু বসত-ঘরের চালা উড়ে গেছে। ভেঙে উপড়ে পড়ে রয়েছে বহু গাছপালা। ক্ষতিগ্রস্ত হয়েছে রাবার বাগান।

ঝড়ের পর ওই গ্রামে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। এই অবস্থায় সরকারি সাহায্যের আহ্বান জানিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

এলাকাবাসী বলছে, ঝড়ে সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি রুপির কাছাকাছি হবে।

স্থানীয় যুবক রাজেশ মগ বাংলানিউজকে ফোনে জান‍ান, শনিবারের ঝড়ের কারণে গ্রামের ৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও বহু মানুষ। এদের অনেকেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রতিনিধিদল, দক্ষিণ জেলার জেলাশাসক, জেলা পুলিশ কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, জুন ১১, ২০১৬
এসআরএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।