ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সেনসেক্স-রুপিতে পতন, পদক্ষেপের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
সেনসেক্স-রুপিতে পতন, পদক্ষেপের নির্দেশ

কলকাতা: ইউরোপিয়ান ইউনিয়নে (ইইউ) ব্রিটেনের থাকা না থাকার গণভোটের ফলাফলের প্রভাবে ভারতের পুঁজিবাজারে ব্যাপক পতন হয়েছে। একইসঙ্গে কমেছে রুপির দাম।

এদিকে পুঁজিবাজারে ধস ও রুপির পতন ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক আরবিআইকে নির্দেশ দিয়েছে ভারত সরকার।

শুক্রবার (২৪ জুন) সকালে লেনদেন শুরুর সঙ্গে সঙ্গেই সেনসেক্স সূচক প্রায় ১০০০ পয়েন্ট এবং নিফটি প্রায় ৩০০ পয়েন্ট পড়ে যায়।
 
সকালেই রুপির দাম কমে ডলার প্রতি পৌঁছে ৬৮ তে। কমেছে অপরিশোধিত তেলের দাম। অন্যদিকে সোনার দাম প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
 
ভোটের ফলাফলে প্রভাব পড়েছে এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের স্টক মার্কেটে। লেনদেন শুরুর পর জাপানের নিক্কি সূচক কমেছে ৩.১ শতাংশ। হংকংয়ের হ্যাং সেং সূচক কমেছে ৩.৫ শতাংশ।

এদিকে ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি বর্তমানে বেইজিংয়ে অবস্থান করছেন। তিনি এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
ভি.এস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।