ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জাতীয় কৃমিনাশক দিবস উপলক্ষে আগরতলায় বৈঠক

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
জাতীয় কৃমিনাশক দিবস উপলক্ষে আগরতলায় বৈঠক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: জাতীয় কৃমিনাশক দিবস উপলক্ষে ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে আগরতলায় একদিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার(২৪ জুন) আগরতলার রাজধানীর প্রজ্ঞা ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অধিকর্তা এম নাগারাজু, শিক্ষা দফতরের অধিকর্তা ড. প্রশান্ত কুমার গোয়েল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ডিরেক্টর জে কে দেববর্মা, জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরার মিশন ডিরেক্টর রাবেল হেমেন্দ্র কুমারসহ এ কর্মসূচির সঙ্গে যুক্ত আধিকারিক ও কর্মচারীরা।

 

এবছর কৃমিনাশক কর্মসূচিকে সফল করার জন্য বিশেষ করে রাজ্যের প্রতিটি স্কুলের একটি ছাত্রছাত্রীও যাতে এ কর্মসূচি থেকে বাদ না পড়ে এসব বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৬
এনএইচএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।