ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় ৩ শিশুর মৃত্যুতে উত্তাল ধর্মনগর হাসপাতাল

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
ত্রিপুরায় ৩ শিশুর মৃত্যুতে উত্তাল ধর্মনগর হাসপাতাল

আগরতলা: একই দিনে তিনটি শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর জেলা হাসপাতাল।

 

মঙ্গলবার (২৮ জুন) ধর্মনগর জেলা হাসপাতালে এ ঘটনা ঘটে।

এর মধ্যে ২টি শিশুর জন্ম হয়েছে জেলা হাসপাতালেই এবং অন্য শিশুটির জন্ম হয় নিজ বাড়িতে। পরে শিশুটির শারীরিক অবস্থা খারাপ হলে হাসপাতালে ভর্তি করা হয়।

মৃত শিশুদের পরিবার সদস্যদের অভিযোগ, শিশু তিনটিকে ইনজেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যে তাদের মৃত্যু হয়। হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মিন্টু চাকমার গাফিলতিতে শিশু তিনটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তারা।

হাসপাতাল সুপার ডা. বি বড়ুয়া বাংলানিউজকে বলেন, হাসপাতালের কোনো গাফিলতি ছিলো না। শিশুগুলো জন্মের সময় থেকেই অসুস্থ ছিল।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
জিসিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।