ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জ্বালানি সংকটের প্রতিবাদে আগরতলায় সড়ক অবরোধ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
জ্বালানি সংকটের প্রতিবাদে আগরতলায় সড়ক অবরোধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা রাজ্যে পেট্রোল, ডিজেল, গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে আগরতলায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (২৯ জুন) এ কর্মসূচি পালন করেন কংগ্রেস সমর্থিত ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অব ইন্ডিয়া (এনএসইউআই) ও ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সদস্যরা।

এদিন দুপুরে উভয় সংগঠনের সদস্যরা রাজধানী মঠ চৌমুহনী এলাকায় জাতীয় সড়কের উপর বসে পড়েন। এতে রাজধানীতে প্রবেশের প্রধান সড়কের উভয় দিকে যানবাহনের দীর্ঘ জট তৈরি হয়।

এ সময় দ্রব্যমূল্য বৃদ্ধিসহ জ্বালানি পণ্যের সংকটের জন্য সরকারকে দায়ী করা হয়।

প্রায় এক ঘণ্টা পর পুলিশ এসে তাদেরকে সড়ক থেকে তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
এনএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।