ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা রাজ্য জুড়ে ঈদ-উল ফিতর উদযাপিত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জুলাই ৭, ২০১৬
ত্রিপুরা রাজ্য জুড়ে ঈদ-উল ফিতর উদযাপিত

আগরতলা: বিশ্বের বিভিন্ন দেশের মতো বৃহস্পতিবার (০৭ জুলাই) ত্রিপুরা রাজ্য জুড়ে পালিত হয়েছে ঈদ-উল ফিতর। এ উপলক্ষে রাজ্য জুড়ে ছিল উৎসবের আমেজ।

সকালে রাজ্যের প্রতিটি মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। ছোট-বড় সবাই নামাজে সামিল হন।

রাজ্যের সবচেয়ে বড় নামাজ হয় রাজধানীর গেদু মিঞা’র মসজিদে। নামাজ শেষে বিশ্ববাসীর শান্তি ও সম্প্রীতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

রাজধানীর পার্শ্ববর্তী নয়াবাদি জামে মসজিদে ঈদ-উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।