ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় মাছ চাষিদের সহায়তায় ‘মহকুমা মৎস্য দফতর’

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
ত্রিপুরায় মাছ চাষিদের সহায়তায় ‘মহকুমা মৎস্য দফতর’ ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ২০১৬-১৭ অর্থবছরে ত্রিপুরার দক্ষিণ জেলার অন্তর্গত শান্তিরবাজার ‘মহকুমা মৎস্য দফতর’ এর তত্ত্বাবধায়ক অফিসের উদ্যোগে শান্তিরবাজার মহকুমা এলাকায় মাছ চাষের বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

বিজ্ঞানভিত্তিক মিশ্র মাছ চাষের লক্ষ্যে ১০ জন মাছ চাষিকে সহায়তা প্রদান করা হয়েছে।

এতে ব্যয় হয়েছে এক লাখ ৫৩ হাজার ৫শ’ রুপি।

মৌসুমী মাছ চাষের জন্য ৪৫ জন মাছ চাষিকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়েছে। এতে ব্যয় হয়েছে পাঁচ লাখ ৬৪ হাজার ৩শ’ রুপি।

ছুট পুকুরে মাছ চাষের জন্য ৬২ জন মাছ চাষিকে সহায়তায় ব্যয় তিন লাখ ৮৯ হাজার ৩শ’ ৬০ রুপি। পাশাপাশি ছয় মাছ চাষিকে নিবিড় মাছ চাষের আওতায় আনতে ব্যয় হয় দুই লাখ ৪৬ হাজার রুপি।  

সেই সঙ্গে ৫০ জন মাছ চাষিকে ৩শ’টি করে গলদা চিংড়ির পোনা বিতরণে ব্যয় হয় ৪৭ হাজার রুপি এবং ৩০ জনকে ২শ’টি করে পাবদা মাছের পোনা বিতরণে ১৯ হাজার ৫শ’ রুপি ব্যয় হয়।

এছাড়া, ১৫৮ জন মাছ চাষিকে পোনা মাছসহ মাছ চাষের বিভিন্ন উপকরণ বিতরণে ব্যয় করা হয় নয় লাখ ৪৮ হাজার রুপি।

মহকুমা মৎস্য তত্ত্বাবধায়ক অফিস থেকে এ তথ্য জানা যায়।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।