ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বর্ণাঢ্য আয়োজনে কলকাতায় স্বাধীনতা দিবস উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
বর্ণাঢ্য আয়োজনে কলকাতায় স্বাধীনতা দিবস উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ভারতের ৭০তম স্বাধীনতা দিবস। কাশ্মীর থেকে কন্যাকুমারী সব জায়গায়  জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান।

মূল অনুষ্ঠান দিল্লির লালকেল্লায় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবন থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

এ উপলক্ষে কলকাতার রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন  করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের পক্ষ থেকে  কুচকাওয়াজের আয়োজন করা হয়। এতে অংশ নেন পশ্চিমবঙ্গ পুলিশের সদস্যরা।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ চলচ্চিত্র জগতের তারকারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ছিলেন বাংলাদেশ, আমেরিকা, নেপালসহ আরও বেশ কয়েকটি দেশের দ‍ূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। ‍

কলকাতা ছাড়াও বর্ণাঢ্য এ আয়োজনে রাজ্যের বিভিন্ন অঞ্চলের মানুষও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।