ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পথ নিরাপত্তায় প্রচারণা চালালেন মমতা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
পথ নিরাপত্তায় প্রচারণা চালালেন মমতা 

কলকাতা: পথ নিরাপত্তা সম্পর্কে জনগণকে সচেতন করতে কলকাতার বিভিন্ন সড়কে নেমে প্রচারণা চালিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

বৃহস্পতিবার(১৮ আগস্ট) ‘সেফ ড্রাইভ , সেভ লাইফ’ এই স্লোগানকে সামনে রেখে মধ্য কলকাতার বিভিন্ন পথ প্রদক্ষিণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- পশ্চিমবঙ্গের একাধিক মন্ত্রী এবং বিধায়ক।  

মিছিলে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ কলকাতা পুলিশ, কলকাতার ট্রাফিক পুলিশের কর্মীরা এবং সাধারণ মানুষ অংশ নেয়।  

এর আগে তিনি হেলমেট বিহীন চালকের কাছে জ্বালানি তেল বিক্রয় না করার পাশাপাশি কলকাতার বেশ কিছু উড়ালপুলে রাতে বাইক চালানো নিষিদ্ধ করেন।

মছিল শেষে মুখ্যমন্ত্রী তার ভাষণে পথ নিরাপত্তার বিভিন্ন দিকগুলি তুলে ধরেন।  

বাংলাদেশ সময়: ০২৪৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
ভিএস/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।