ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

‘ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে’ উপলক্ষে পুরনো ক্যামেরা প্রদর্শনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
‘ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে’ উপলক্ষে পুরনো ক্যামেরা প্রদর্শনী

কলকাতা: ছবি তোলা বর্তমান সময়ে এসে গেছে হাতের মুঠোয়। হাতে ধরে থাকা স্মার্টফোনে আঙুলের ছোঁয়াতেই ছবি তুলে তা ফেসবুক, টুইটার কিংবা অন্য সামাজিক যোগাযোগের মাধ্যমে আপলোড করা যায় কয়েক সেকেন্ডের মধ্যে।

ভিডিও বনানো এখন আর মোটেও কঠিন কাজ নয়। অনেকেই মোবাইল দিয়ে পুরো সিনেমাও তৈরি করে ফেলেছেন।
 
কিন্তু কেমন ছিল ছবি তোলার ইতিহাস? কেমন ছিল প্রথম সিনেমার ক্যামেরা। ‘ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে’ উপলক্ষে কলকাতার চলচ্চিত্র চর্চার অন্যতম পুরনো প্রতিষ্ঠান ‘চিত্রবাণী লাইব্রেরি’ সামনে নিয়ে এলো ক্যামেরার ইতিহাস।
 
শুধু ইতিহাস নয় তাদের আয়োজিত প্রদর্শনীতে হাজির করা হলো ১৮০ বছরের পুরনো পিনহোল ক্যামেরা থেকে পাঁচ দশক আগে জাপানে কিংবা জার্মানিতে তৈরি বিখ্যাত বিভিন্ন ক্যামেরা।
 
এর মধ্যে এমন কিছু ক্যামেরা আছে যেগুলো ভারতের চলচ্চিত্র ইতিহাসের সঙ্গে যুক্ত। শুধু ক্যামেরা নয়, আছে ১৫০ বছর আগের ব্যবহার করা ফিল্ম থেকে শুরু করে ক্যামেরার বিভিন্ন ধরনের লেন্স।
 
পুরনো ক্যামেরার এ প্রদর্শনী কলকাতার চিত্রগ্রাহক মহলে যথেষ্ট সাড়া ফেলেছে।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।