ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় ভোটার সংখ্যা সাড়ে ২৪ লাখ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৭, সেপ্টেম্বর ৩, ২০১৬
ত্রিপুরায় ভোটার সংখ্যা সাড়ে ২৪ লাখ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। রাজ্যে ভোটার সংখ্যা ২৪ লাখ ৪৩ হাজার ৪শ’ ৩৮ জন।

 

রাজ্যের ৬০টি বিধানসভা আসনেরই তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৪৫ হাজার ৬শ’ ৫৪ জন এবং নারী ভোটার ১১ লাখ ৯৭ হাজার ৭শ’ ৮৪জন।

শনিবার (৩ সেপ্টেম্বর) ত্রিপুরা রাজ্য নির্বাচন কর্যালয় থেকে এ ভোটার তালিকা প্রকাশ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৬
জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।