ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা জুড়ে যুদ্ধবিরোধী মিছিল-সমাবেশ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
ত্রিপুরা জুড়ে যুদ্ধবিরোধী মিছিল-সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ‘যুদ্ধ নয় শান্তি চাই, সাম্রাজ্যবাদ ধ্বংস হোক, শুভ শক্তির জয় হোক’ এই আহ্বানকে সামনে রেখে বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে আগরতলায় বড় ধরণে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ত্রিপুরা যুদ্ধবিরোধী মঞ্চের উদ্যোগে আয়োজিত মিছিল-সমাবেশে একাত্মতা প্রকাশ করেছেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ পবিত্র কর, সংসদ সদস্য শঙ্কর প্রাসাদ দত্তসহ অন্যান্যরা।

মিছিলে জাতি-উপজাতিসহ শিক্ষক, ছাত্র-ছাত্রী, ডাক্তার, নার্স, আইনজীবী, প্রতিবন্ধী ও সমাজের বিভিন্ন অংশের নানা পেশার মানুষ উপস্থিত হয়েছিলেন। ত্রিপুরা যুদ্ধবিরোধী মঞ্চের পাশাপাশি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও মিছিলে অংশ নেন।

তাদের সকলের মুখে ছিলো যুদ্ধবিরোধী স্লোগান ও হাতে ছিলো শান্তির বাণী সম্বলিত নানা ধরণের প্লে-কার্ড।

মিছিলটি রাজধানীর আস্তাবল ময়দান থেকে বের হয়ে শহরে বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আগরতলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন মহকুমাতেও যুদ্ধবিরোধী মিছিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।