ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় জুমচাষিদের মাছ চাষে উদ্বুব্ধ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
ত্রিপুরায় জুমচাষিদের মাছ চাষে উদ্বুব্ধ

আগরতলা: ত্রিপুরার ধলাই জেলার অন্তর্গত বিভিন্ন এলাকার জুমচাষের উপর নির্ভরশীল থাকা মানুষদেরকে মাছচাষে উদ্বুদ্ধ করেছে জেলা মৎস্য অধিদফতর।

শনিবার (১৭ সেপ্টেম্বর) ধলাই জেলার মৎস্য অধিদফতর বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করে।

তথ্য মতে, জেলার আমবাসা ব্লক এলাকায় বসবাসকারী ৫শ’ ১৬জন জুমচাষীকে বিভিন্ন প্রজাতির ৫ লাখ ৩৫ হাজার ১শ’ ৩৫টি মাছের পোনা দেওয়া হয়েছে। এর মধ্যে রুই, কাতল, মৃগেল, গলদা চিংড়িসহ পাবদা মাছের পোনাও রয়েছে।

এ জন্য ব্যয় হয়েছে ৪ লাখ ৩৭ হাজার ৫শ’ ৩৩ রুপি বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।