ঢাকা, সোমবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় দুই উপ-নির্বাচনের প্রচার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
ত্রিপুরায় দুই উপ-নির্বাচনের প্রচার শুরু

আগরতলা: ভারতীয় নির্বাচন কমিশন ত্রিপুরা রাজ্যের দু’টি আসনের উপ-নির্বাচনের দিন ঘোষণা করার পরই এ দুই নির্বাচনী এলাকায় রাজনৈতিক ব্যস্ততা শুরু হয়েছে।  

শাসক সিপিআই (এম) ও বিরোধী তৃণমূল কংগ্রেস দল দু’টি আসনেই ইতোমধ্যে প্রার্থীর নাম ঘোষণা করেছে।

সিপিআই (এম) বড়জলা তপশিলি জাতি সংরক্ষিত আসনের জন্য ঝুমু সরকার এবং খোয়াই আসনের জন্য বিশ্বজিৎ দত্তকে প্রার্থী করেছে।  

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস বড়জলা আসনে প্রার্থী করেছে প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাসকে এবং খোয়াই আসনে প্রার্থী করেছে যুব তৃণমূল কংগ্রেস নেতা মনোজ দাশকে।

প্রার্থী ঘোষণার পর এখন উভয় দলের কর্মী-সমর্থকরা প্রার্থীর সমর্থনে বিভিন্ন এলাকায় প্রচারও শুরু করে দিয়েছেন।  

মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উভয় দলের প্রার্থীর সমর্থনে খোয়াই ও বড়জলা এলাকায় দলের কর্মী-সমর্থকরা মিছিল করেন।  

আগামী এক-দু’দিনের মধ্যে অন্য বিরোধী দলগুলোও প্রার্থীর নাম ঘোষণা করবে বলে দলীয় সূত্রে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
এসসিএন/এসএনএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।