ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় টিএমসি দলের প্রচারণায় মুকুল রায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
ত্রিপুরায় টিএমসি দলের প্রচারণায় মুকুল রায়

আগরতলা: রাজ্যের দুটি বিধানসভা আসনের উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেস দলের (টিএমসি) প্রার্থীদের হয়ে প্রচার করতে ত্রিপুরা এসেছেন দলের সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়।

রোববার (২৩ অক্টোবর) দুপুরে তিনি প্রথমে ২৫নম্বর খোয়াই আসনের তৃনমূল কংগ্রেস প্রার্থী মনোজ দাস’র হয়ে এক নির্বাচনী কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

 

তিনি বলেন, এই উপ নির্বাচন ২০১৮সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যের শাসন ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস দল। পশ্চিমবঙ্গে সি পি আই (এম) দলকে সরিয়ে তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় আসতে পারে তবে ত্রিপুরায় অসম্ভব কিছু নয়।  

সভায় আরও বক্তব্য রাখেন- উপ নির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী মনোজ দাস, দলের ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি সুরজীৎ দত্ত সহ অন্যান্য স্থানীয় নেতারা।

পরে বিকেলে তিনি ৪নম্বর বড়জলা আসনের উপ নির্বাচনে দলের প্রার্থী প্রকাশ দাস’র সমর্থনে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন।  

বাংলাদেশ সময়: ০০২৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এসসিএন/ আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।