ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় তৃণমূল কংগ্রেসের অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
আগরতলায় তৃণমূল কংগ্রেসের অবরোধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: দীর্ঘদিন ধরে ত্রিপুরা রাজ্যজুড়ে চলতে থাকা রান্নার গ্যাসের সঙ্কটের বিষয়ে এবার সরব হলো প্রদেশ তৃণমূল কংগ্রেস।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রান্নার গ্যাসের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে কালোবাজারিদের মদত দিচ্ছে বামফ্রন্ট সরকার।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) এ সঙ্কটের দ্রুত সমাধান দাবিতে আগরতলায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে তৃণমূল কংগ্রেস।

দুপুরের দিকে রাজধানীর আস্তাবল ময়দান থেকে দলের কর্মী-সমর্থকরা মিছিল নিয়ে বের হয়ে গুর্খাবস্তি এলাকার সামনে ভিআইপি রোড অবরোধ করেন। এ অবরোধের কারণে রাস্তার দু’দিকে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে অবরোধ স্থলে আসেন খাদ্য ও জন সংভরণ দফতরের কর্মকর্তারা। তারা অবরোধকারীদের আশ্বাস দেন, সমস্যার দ্রুত সমাধানের চেষ্টা করবেন। এ আশ্বাসের ভিত্তিতে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- দলের বিধায়ক আশিস সাহা, ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুশান্ত চৌধুরীসহ অন্য নেতারা।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
এসসিএন/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।