ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নাডার প্রভাবে ত্রিপুরায় ১ ব্যক্তির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০০, নভেম্বর ৭, ২০১৬
নাডার প্রভাবে ত্রিপুরায় ১ ব্যক্তির মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ঘূর্ণিঝড় নাডার কারণে সৃষ্ট নিম্নচাপে ভারি বর্ষণে বিশ্বজিৎ দেব নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিশ্বজিৎ আগরতলার ভাটি অভয়নগর এলাকার বাসিন্দা।

রোববার (০৬ নভেম্বর) বিকেলে হাওড়া নদী পারাপার হওয়ার সময় তার মৃত্যু হয়।

এসময় স্থানীয়রা খবর দিলে উদ্ধার কর্মীদের এসে নদী থেকে মরদেহ তোলেন।

এ বর্ষণের ফলে রাজধানী আগরতলার পার্শ্ববর্তী চানপুর এলাকা ডুবে প্রায় ২১টি পরিবার ইতোমধ্যে অস্থায়ী ত্রাণ-শিবিরে আশ্রয় নিয়েছে। এছাড়া পার্শ্ববর্তী চানপুর স্কুলকে আশ্রয় কেন্দ্র হিসেবে খুলে রাখা হয়েছে।

পানি বন্দি মানুষের সাহায্যে কাজ করছে মহকুমা প্রশাসন। পানি বন্দিদের উদ্ধার করে ত্রাণ-শিবিরে নিয়ে আসা হচ্ছে।

বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন সদর মহকুমা প্রশাসনের আধিকারিকরা। প্রশাসনের পক্ষ থেকে বন্যাদুর্গত মানুষের মধ্যে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

এছাড়া আগরতলার প্রতাপগড় এলাকায় বন্যার পানিতে তলিয়ে গেছে বহু ঘর-বাড়ি। পশ্চিম জেলার পাশাপাশি সিপাহিজলা জেলা ও উত্তর জেলার বিভিন্ন এলাকায়ও বন্যা দেখা দিয়েছে বলেও জানা গেছে।

বাংলাদেশ সময়: ০৪৫৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।