ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় আরও একদফা বাড়লো লকডাউন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
ত্রিপুরায় আরও একদফা বাড়লো লকডাউন

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যব্যাপী লকডাউন আবারো বাড়ানো হয়েছে।  

আগামী মঙ্গলবার (৪ আগস্ট) স্থানীয় সময় ভোর ৫টা পর্যন্ত এ লকডাউন বাড়ানো হয়েছে বলে বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এ ঘোষণা দিয়েছেন।

 

এদিন মুখ্যমন্ত্রীর সরকারি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, গত ২৮ জুলাই থেকে ৩০ জুলাই অর্থাৎ এদিন পর্যন্ত যেভাবে শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া অন্য সব কিছু বন্ধ রয়েছে ঠিক সেই ভাবে আগামী দিন গুলোর লকডাউনেও একই ভাবে বিধি নিষেধ জারি থাকবে।  

মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ইতোমধ্যে ২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তবে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে বেশির ভাগ বয়স্ক মানুষ  এবং তাদের প্রায় সবাই কোনো না কোনো জটিল রোগে ভুগছিলেন। তাই তিনি রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান বয়স্ক মানুষদের যেন এ সময় বাড়ি থেকে বের হতে না দেওয়া হয়। কারণ বয়স্ক এবং ১০ বছরের নিচে শিশুদের প্রতি বিশেষ যত্ম নিতে হবে। কারণ করোনা শিশু এবং বয়স্কদের সংক্রমণের আশঙ্কা বেশি থাকে।  

বাংলাদেশ সময়: ০৬৩৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
এসসিএন/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।