আগরতলা (ত্রিপুরা) : ত্রিপুরাকে দেশের আদর্শ রজ্য করার শপথে পালিত হলো পূর্ণ রাজ্য দিবস।
শনিবার ছিল ৪১তম পূর্ণ রাজ্য দিবস।
মূল অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলার টাউন হলে। এখানে রাজ্যপাল ডি ওয়াই পাতিল অনুষ্ঠানের সূচনা করেন।
তিনি বলেন, ‘গত ৪০ বছর ত্রিপুরা বিভিন্ন ক্ষেত্রে বহু অগ্রগতি ঘটিয়েছে। একে সংহত করে আরও সাম্মের দিকে এগিয়ে যেতে হবে রাজ্যকে। ’
মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে ত্রিপুরা আজকের জায়গায় এসেছে। গণতন্ত্রকে সুনিশ্চিত করে তাকে তৃণমূল স্তর পর্যন্ত নিয়ে যাবার কথা বলেন তিনি।
ভারতের সঙ্গে সংযুক্ত হবার পর ত্রিপুরা ছিল কেন্দ্র শাসিত অঞ্চল। ১৯৭২ সালে এটি দেশের পূর্ণ রাজ্য মর্যাদা পায়।
এবার পূর্ণ রাজ্য দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্থানে বহু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
বাংলাদেশ সময় : ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১২