কলকাতা: রাজ্যে মাওবাদীদের বড়সড় নাশকতার ছক বানচাল করে দিয়েছে পুলিশ। ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের আগে কলাইকুন্ডা বিমানঘাঁটির কাছে একটি পুলিশ ফাঁড়িতে হামলার ছক কষেছিল মাওবাদীরা।
পুলিশ সূত্রের খবর, শুক্রবার ঝাড়গ্রামে পুলিশের হাতে ধরা পড়ে মাওবাদী স্কোয়াডের এক সদস্য। তাকে জিজ্ঞাসাবাদ করে যৌথবাহিনী গোপন ডেরায় তল্লাশি চালিয়েই একটি ব্যাগ উদ্ধার করে। সেখানেই মিলেছে এই গোপন নথি। আর এখান থেকেই মিলেছে বিস্ফোরক। ব্যাগে হাতে তৈরি একটি ম্যাপ পাওয়া গিয়েছে। তাতে রয়েছে কলাইকুন্ডা ফাঁড়ির ব্লু-প্রিন্ট। ফাঁড়ির ওপর মাওবাদীরা কোন কোন পথে আক্রমণ করবে, রয়েছে তার সম্পূর্ণ ব্লু-প্রিন্ট। দীর্ঘ দিন ধরেই এই পুলিশ ফাঁড়ি মাওবাদীদের নজরে ছিল।
সূত্র জানায়, এই পুলিশ ফাঁড়িটিতে মাত্র ১৫-১৬ জন পুলিশ রয়েছে। স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র বলতে মাত্র তিনটি এসএলআর। দুপুরে পুলিশকর্মীদের খাওয়া দাওয়ার পর বিশ্রামের অবসরে মাওবাদীরা নাশকতার ছক কষেছিল।
সম্প্রতি যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হন মাওবাদী নেতা কিষেণজি। বেশ কিছুদিন চুপচাপ থাকার পর রাজ্যে মাওবাদীদের ফের জোরদার তৎপরতা শুরু হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। ঢেলে সাজানো হচ্ছে মাওবাদীর রাজ্য কমিটি। রাজ্য সরকারের ওপর ফের বড়সড় আক্রমণের লক্ষ্যেই কলাইকুন্ডার পুলিশ ফাঁড়িটিকে বেছে নিয়েছিল মাওবাদীরা।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘন্টা, জানুয়ারি ২২, ২০১২