ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় আগুনে ভস্মীভূত দেড়শোটি ঘর

রক্তিম দাশ, ব্যুরো চিফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১২
কলকাতায় আগুনে ভস্মীভূত দেড়শোটি ঘর

কলকাতা: ফের শহরে অগ্নিকাণ্ড। রোববার সন্ধ্যেয় ইএম বাইপাসের ধারে তিন নম্বর কালিকাপুর বস্তিতে ভয়াবহ আগুন লেগে পুড়ে ছাই হয়ে দেড়শোটি ঘর।



স্থানীয় সুত্রে জানা গেছে, এদিন সন্ধ্যা ছয়টা নাগাদ বস্তির একটি ঘরে আগুন লাগে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে অন্য বাড়িগুলোয়।   প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু হাওয়ায় দাহ্য পদার্থ দিয়ে তৈরি ঘরগুলোতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১৮টি ইঞ্জিন। অপরিসর রাস্তার কারণে সবকটি ইঞ্জিনকে কাজে লাগানো যায়নি। সবার চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দেড়শোটি ঘর। বাইপাসের সড়কের বেরিয়ে পড়েন বস্তিবাসীরা। ঘটনার জেরে বাইপাসের যানচলাচলে প্রভাব পড়ে। বাইপাসের একটি লেন বন্ধ করে দেয় পুলিশ।

ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ জানতে তদন্তে নেমেছে দমকল। ঘটনাস্থলে উপস্থিত হন রাজ্যের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম। অগ্নিকাণ্ডে গৃহহীনদের জন্য অস্থায়ী ছাউনির ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

এই বস্তিটিতে মূলত গরীব মানুষের বাস। পলিথিন শিট, দরমা ও বাশেঁর ঘর হওয়ার কারণে আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কলকাতা পৌরসভার পক্ষ খেকে আশ্রয়হীনদের জন্য পাশের একটি মার্কেটে ও মাঠে অস্থায়ী ভাবে থাকার ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দেওয়া হচ্ছে কম্বল ও শীতের পোশাক।

কলকাতা পৌরসভার মেয়র শোভন চ্যাটার্জি বলেছেন, প্রতিটি পরিবারকে আর্থিক সাহয্য করা হবে ও উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার্থীদের বই দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির  নির্দেশে।

বাংলাদেশ সময়:  ১১০৮ ঘন্টা, জানুয়ারি ২৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।