আগরতলা (ত্রিপুরা): সোমবার সারা রাজ্যে পালিত হচ্ছে নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১১৬ তম জন্মদিন। সুভাষ চন্দ্র বসুর জন্মদিনটিকে ‘জাতীয় দেশপ্রেম দিবস’ হিসাবে ঘোষণা করার দাবি জানিয়েছে বামপন্থী দলগুলো।
আগরতলায় নেতাজী জন্মজয়ন্তী উদযাপন কমিটির উদ্যোগে শহরে হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রতি বছরই এ শোভাযাত্রা দেখতে লাখ লাখ মানুষের সমাগম হয় শহরে। রাজধানী ছাড়াও বিভিন্ন মহকুমা থেকে আসেন মানুষ। এবারো তার ব্যতিক্রম হয়নি।
সকালে রাজধানীর নেতাজী সুভাষ বিদ্যানিকেতনে হয় জাতীয় পতাকা উত্তোলন। শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী এখানে পতাকা উত্তোলন করেন। তিনি বলেন, নেতাজীর আদর্শ ছেলে-মেয়েদের মধ্যে পৌঁছে দেওয়া গেলেই তার জন্মদিন পালন সার্থক হবে।
রাজ্যের বিভিন্ন প্রান্তে নেতাজীর জন্মদিন উপলক্ষে হচ্ছে নানা অনুষ্ঠান। প্রতি বছর এই দিনটিতে রাজ্য সরকার সরকারি ছুটি ঘোষণা করে।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১২