ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মালদা মেডিকেল কলেজে ৭ দিনে ৩৮ শিশুর মৃত্যু

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১২

কলকাতা : মালদা মেডিকেল কলেজে শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে। সোমবারও এখানে আরো ৪টি এবং মঙ্গলবার ২টি শিশুর মৃত্যু হয়েছে।

৭ দিনে এখানে মৃত্যু হয়েছে ৩৮টি শিশুর।

এই মৃত্যুর মিছিল বন্ধ করতে হাসপাতালের পক্ষ থেকে বেশকিছু পদক্ষেপ নেওয়া হলেও এখনও পর্যন্ত তার ফল পাওয়া যায়নি। এই শিশুমৃত্যুর জন্য অভিভাবকরা চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলেছেন।

এ ব্যাপারে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ড. দেবাশিস ভট্টাচার্য বলেন, ‘এখন ৮ জন ডাক্তার রয়েছেন আরো ১ জন আসবেন। এছাড়া ১৬ জন নার্স অন্যান্য হাসপাতাল থেকে ডেপুটেশনে আনা হয়েছে। ৭০টি বেড বাড়ানো হবে। ’

তিনি আরো বলেন, ‘ডিসেম্বর থেকে পরিস্থিতি কিছুটা পরিবর্তন হয়েছে। যে হারে এখানে শিশুর জন্ম হয় সেই তুলনায় মৃত্যুর হার কমানো গেছে। ’

কিন্তু মৃত শিশুগুলোর পরিবারের এই তথ্য মানতে রাজি নন। কারণ প্রতিদিন মায়ের কোল শূন্য করে মারা যাচ্ছে এই শিশুরা।

এদিকে, মালদা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও রায়গঞ্জ হাসপাতালে এদিন সকালে ৩টি শিশুর মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময় : ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।