কলকাতা : ভারতের গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ পশ্চিমবঙ্গ সফরে এসেছেন। গ্রামোন্নয়ন কাজ দেখার জন্য জঙ্গলমহলে মূলত তিনি সফর করছেন।
মঙ্গলবার বাঁকুড়ায় জেলা প্রশাসনের সঙ্গে তিনি বৈঠক করেন।
পঞ্চায়েতের কাজ নিয়ে অসন্তুষ্ট তিনি। তাই গ্রামের অবস্থা নিজেই জানতে ২২টি ব্লকের বিডিওদের সঙ্গে কথা বলেন।
এদিন তিনি বলেন, ‘বাঁকুড়ায় পানির ব্যবস্থা করতে ২ হাজার কোটি রুপি ব্যয় করা হবে। এরমধ্যে ১ হাজার কোটি রুপি ইতোমধ্যেই এসে গেছে। গ্রীষ্মকালে এই এলাকায় পানির অভাব দেখা দেয়। পানির অভাব দূর করতে এই প্রকল্প হাতে নেওয়া হলো। ’
এরপর জয়রাম রমেশ পুরুলিয়ায় যাবেন। জঙ্গলমহলের উন্নয়নের জন্যও তিনি আগ্রহী বলে জানান। সেখানেও কিছু ব্যবস্থা নেওয়া হবে। বিপিএলে যথার্থই গরিবেরা যাতে জায়গা পায় সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে। ১০০ দিনের কাজের প্রকল্পের কাজে গতি আনতে তিনি নানা পরামর্শও দিয়েছেন।
বাংলাদেশ সময় : ০৯১২ ঘন্টা, জানুয়ারি ২৫, ২০১২