নয়াদিল্লি : বেশ কিছুদিন ধরে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্নের জন্য শচীন টেন্ডুলকারের নাম শোনা গেলেও এই বছরে তার নাম প্রস্তাব করা হয়নি। ভারতরত্নের জন্য ধ্যানচাঁদ ও তেনজিং নোরগ--এই দু’জনের নাম প্রস্তাব করল ভারতের কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়।
বিশেষ সূত্রে খবর, ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে হকির জাদুকর ধ্যানচাঁদ এবং প্রথম এভারেস্ট শিখরজয়ী তেনজিং নোরগের নাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে। ফলে এই বছর শচীন টেন্ডুলকারের ভারতরত্ন পাওয়া নিয়ে বিতর্কের অবসান ঘটল।
এদিকে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে শচীনের নাম ভারতরত্নের জন্য পাঠানো হয়নি বলে অভিযোগ। যদিও বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ব্যাপারে বোর্ডের কিছু করার নেই। ক্রীড়ামন্ত্রণালয়ই এই নাম প্রস্তাব করে।
উল্লেখ্য, এতদিন ধরে ক্রীড়াজগত থেকে কোনো ব্যক্তির নাম ভারতরত্নের জন্য বিবেচিত হত না। কিছুদিন আগে ভারতরত্ন পাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম পরিবর্তন করা হয়। ফলে ক্রীড়াজগতের ব্যক্তিদের জন্যও এই সম্মাননা পাওয়ার দরজা খুলে যায়।
বাংলাদেশ সময় : ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১২