ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় দেখা দিল বার্ড ফ্লু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১২

আগরতলা (ত্রিপুরা):  ত্রিপুরায় ফের দেখা দিল বার্ড ফ্লু। এবার রাজধানী লাগোয়া লেম্বুছড়ায় এ ফ্লু দেখা দিয়েছে।

বুধবার সকালে প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের এক আধিকারিক এ খবর জানান।

লেম্বুছড়াতে রয়েছে সরকারি একটি খামার। সেই খামারের মুরগির শরীরে বার্ড ফ্লুর জীবাণু পাওয়া গেছে বলে খবর।

ওই আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার রাতে মধ্যপ্রদেশের ভুপালের একটি ল্যাব থেকে মুরগির রক্ত পরীক্ষার রিপোর্ট আসে। সেই খামারের কর্মীদের সন্দেহ হওয়াতে ওই ল্যাবে পাঠান হয়েছিল রক্তের নমুনা। রিপোর্টে দেখা যায়, রক্তের নমুনাতে রয়েছে বার্ড ফ্লুর জীবাণু।

বুধবার বিকাল থেকে শুরু হবে কালিং। ওই খামারে প্রায় এক হাজার মুরগি রয়েছে বলে জানা গেছে।

ত্রিপুরায় গত কয়েক বছর ধরে লাগাতর বার্ড ফ্লুর আক্রমন ঘটছে। এর আগে বেসরকারি বা ব্যাক্তিগত খামারে বার্ড ফ্লুর আক্রমণ ঘটেছে। এতে সর্বনাশ হয়েছে গরীব চাষীদের। প্রথম দিকে সাধারণ চাষীরা পাখির এ রোগ সম্পর্কে কিছু জনতেন না।

কোন জায়গায় বার্ড ফ্লু দেখা দিলে এর তিন কিলোমিটার ব্যাসার্ধ এলাকায় সব ধরনের গৃহপালিত পাখির  কালিং করা হয়। এবারও সে ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।