কলকাতা : বর্তমান সরকার বিদ্যুতের উৎপাদন কমিয়ে দিচ্ছে। কারণ, তাতে সরকারের লোকসান বন্ধ হবে।
তিনি বলেছেন, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন কমানো হচ্ছে। এভাবেই সরকার চলেছে।
তিনি আরো বলেন, সরকারি কর্মচারীদের নিরাপত্তা নেই। যে পরিবহন কর্মী বেতন না পেয়ে আত্মহত্যা করেছে তাকে ক্ষতিপূরণ দিতে হবে।
তিনি ক্ষোভের সঙ্গে বলেন, প্রতি ক্ষেত্রেই দলতন্ত্রের শিকার হচ্ছে বামপন্থিরা।
এ প্রসঙ্গে তিনি সংবাদপত্রে ডিজি নপরাজিত মুখোপাধ্যায়ের যে বক্তব্য প্রকাশিত হয়েছে তার উল্লেখ করেন। সেখানে কয়েকটি জেলাকে ডিজি নির্দেশ দিয়েছেন- আক্রমণকারীরা সিপিএম এবং আক্রান্তরা তৃণমূল কংগ্রেসের সমর্থক বলেই দেখতে হবে।
তিনি বলেন, কোনো ডিজির এ ধরনের নির্দেশ হলে তার শাস্তি পাওয়া উচিত।
পরে অবশ্য ডিজি তার বক্তব্য পাল্টে নিয়েছে বলে সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।
তিনি এদিন সংখ্যালঘুদের জন্য বাম সরকার আমলে চাকরির ক্ষেত্রে ১০ শতাংশ কোটা সংরক্ষণের জন্য যে কার্ড দেওয়া হচ্ছিল তা বিলি করার দাবি জানান।
বাংলাদেশ সময় : ১২৫৭ ঘন্টা, জানুয়ারি ২৬, ২০১২