ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  রাজ্যের সর্বত্র যথাযোগ্য মর্যাদায় ভারতের ৬৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপন হয়েছে।
বৃহস্পতিবার সকালে আসাম রাইফেলস ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল ডি ওয়াই পাতিল।

এ উপলক্ষয়ে এখানে তিনি বলেন, ‘দেশের মধ্যে এবং প্রতিবেশী দেশগুলোতে ত্রিপুরার সুনাম এবং মর্যাদা দুইই বাড়ছে।
এই সুনাম রক্ষা করার আহবান জানান তিনি।

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আসাম রাইফেলস ময়দানে হয় সুদৃশ্য প্যারেড। বিভিন্ন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা এতে অংশ নেন।
এদিন আসাম রাইফেলস ময়দানে এই অনুষ্ঠান দেখতে কয়েক হাজার মানুষ সমবেত হন।

এদিন রাজ্যের প্রীতিটি স্কুল কলেজ ও সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শহরে হয় বর্ণাঢ্য শোভাযাত্রাও।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।