ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সরকারে থাকলেও কমিউনিস্টদের কাজ, না থাকলেও কাজ : বিমান বসু

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১২

কলকাতা : জনগণ ভোট দিলেও কাজ, না দিলেও কাজ করতে হবে। এটাই কমিউনিস্টদের চারিত্রিক বৈশিষ্ট, তা ভুললে চলবে না।



বৃহস্পতিবার দমদমে উত্তর ২৪ পরগণায় সিপিএমের ২২তম জেলা সম্মেলনের সমাবেশে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু তার ভাষণে একথা বলেন।

তিনি বলেন, রাজ্যের অবস্থা ভয়ঙ্কর। পরিবহন কর্মীরা আত্মহত্যা করছে। কৃষকদের সমস্যা রয়েছে তারাও আত্মহত্যা করছে।

তিনি আরো বলেন, নিজেদের পরিবর্তন করতে হবে।

বিমান বসুর কথার মধ্যে আরেকবার সিপিএম দলের মধেই আত্মসমালোচনার প্রশ্নও উঠল। ২৬-২৯ জানুয়ারি এই সম্মেলন চলবে।

রাজের সাবেকমন্ত্রী গৌতম দেব বলেন, শুধু সরকারে ফেরা নয়। লড়াই চালিয়ে যেতে হবে। মন্ত্রীর যোগান দিতে হবে। কাজেই দলের সদস্য সংখ্যা বাড়ানো জরুরি।

এদিনের সমাবেশে সিপিএম নেতা বিনয় কোঙার, অমিতাভ বসু প্রমুখ উপস্থিত ছিলেন।

ভারতীয় সময় : ০৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।