কলকাতা : এমআরআই হাসপাতালের অগ্নিকাণ্ডে শুত্রবার ফের দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন-বিশিষ্ট চিকিৎসক ডা. মণি ছেত্রী ও ডা. প্রণব দাশগুপ্ত।
পুলিশ সূত্রের খবর, ডা. মণি ছেত্রীর নামেই হাসপাতালের লাইসেন্স রয়েছে। এছাড়াও তিনি হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর। অন্যদিকে ডা. প্রণব দাশগুপ্ত বোর্ড অফ ডিরেক্টরসের সদস্য। ঘটনার পর তাদেরকে কেন গ্রেফতার করা হয়নি, এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দিয়েছিল।
এরইমধ্যে অভিযুক্ত দু’জনকে কয়েক দফায় লালবাজারে জেরা করা হয়। এর পরই পুলিশের তরফ থেকে তাদেরকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গত ২৩ জানুয়ারি এক নারীসহ দু’ কর্মীকে গ্রেফতার করেছিল পুলিশ। এরা হলেন- পৃথা ব্যানার্জি ও কাজী হোসেন। বোর্ড অফ ডিরেক্টরস-এর কাগজপত্র দেখাশোনা করতেন পৃথা। অপর অভিযুক্ত কাজী হোসেন হাসপাতালের প্রশাসনিক দিকটি দেখতেন।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর ঢাকুরিয়া এমআরআই হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯৩ জন মারা গিয়েছিলেন। ঘটনার পরের দিনই হাসপাতালের দু’ কর্ণধার এস কে টোডি ও আর এস গোয়েঙ্কা লালবাজারে আত্মসমর্পণ করেন।
পরে হাসপাতালের অপর চার কর্ণধার মণীশ গোয়েঙ্কা, প্রশান্ত গোয়েঙ্কা, রবি তোদি ও ডি এন অগ্রবালকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে অগ্রবাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরে আরো দু’জনকে গ্রেফতার করে পুলিশ। এরা হলেন- আমরি হাসপাতালের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সত্যব্রত উপাধ্যায় ও সিনিয়র জেনারেল ম্যানেজার সঞ্জীব পাল।
ভারতীয় সময় : ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১২