ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তৃণমুলের হাতে আক্রান্ত হচ্ছে কর্মীরা: অভিযোগ কংগ্রেসের

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১২

কলকাতা: রাজ্যের শাসকদল তৃণমুলের হাতে কংগ্রেস কর্মীরা আক্রান্ত হচ্ছে, এবার এমন অভিযোগ করল জোট শরিক কংগ্রেস।
 
শুক্রবার বিধানভবনে প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রদীপ ভট্টাচার্য এই অভিযোগ করেন।


 
এদিন তিনি বলেন, আমরাও সরকারে রয়েছি তবে কেন আমাদের মার খেতে হবে। একসঙ্গে দুই দলের গ্রামোন্নয়নে কাজ করার কথা। যৌথ কোন মিটিং করা হচ্ছে না।

অভিযোগ করে তিনি বলেন, রাজ্যের বিভিন্ন অঞ্চলে সিপিএমের আদলে তৃণমুলের কর্মীরা কংগ্রেসের কর্মীদের ওপরে হামলা করছে।
 
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রদীপ ভট্টাচার্য বলেন, পদত্যাগী মন্ত্রী মনোজ চক্রবর্তীর স্থানে এখনও পর্যন্ত কাউকে দেওয়া হবে কি না, সে ব্যাপারে হাইকমান্ডের নির্দেশ দেননি।
 
এদিকে, এদিন খড়গপুরে পৌরসভায় তৃণমুলের বোর্ডের থেকে তাদের কাজ করতে না দেবার অভিযোগে কংগ্রেস তাদের সমর্থন তুলে নিয়েছে।

ভারতীয় সময়: ০০৫১ ঘন্টা, জানুয়ারি ২৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।