কলকাতা : পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগানার সুন্দরবনের কেঁদোদ্বীপের কাছে জেলেদে ট্রলারে শুক্রবার সকালে হামলা চালায় সশস্ত্র জলদস্যুর দল। জলদস্যুদের গুলিতে ৩ জেলে মারা গেছেন।
স্থানীয় প্রশাসন সুত্রে জানা গেছে, ওই ট্রলারটিতে ১৪ জন জেলে ছিলেন। লুঠপাটের উদ্দেশ্যে জলদস্যুরা হামলা চালালে জেলেরাও প্রতিরোধ গড়ে তোলেন। শুক্রবার দুপুরে ওয়ারলেস মারফত কাকদ্বীপ মৎস বন্দরে ঘটনার খবর জানান জেলেরা।
শুক্রবার রাতেই কাকদ্বীপে এসে পৌঁছায় একটি ট্রলার। ট্রলারে নিহত ৩ জন জেলের লাশ রয়েছে। রাতে কাকদ্বীপ মৎসবন্দরে জেলেদের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। ঘটনাস্থলে ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরা।
জেলেদের চিকিৎসার জন্য কাকদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা যায়, কয়েকজন জলদস্যুকে ধরে ফেলেছেন জেলেরা। আটক জলদস্যুদের কাকদ্বীপে নিয়ে আসা হয়েছে।
বাংলাদেশ সময় : ১০০৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১২