আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা ক্ষুদ্র অংশ চায় না দু’দেশের সম্পর্ক যেন ভালো হয়।
শুক্রবার সন্ধ্যায় ২২তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করে এ কথা বলেন।
এদিকে ভিসা সমস্যার কারণে শিল্প মেলায় যোগ দিতে বাংলাদেশের প্রতিনিধিদের অসুবিধা হচ্ছে এমন কথা শুনার পর মুখ্যমন্ত্রী বলেন, বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক। দু’দেশের মধ্যে সম্পর্কের বরফ যখন একটু একটু করে গলছে তখন এ ধরনের ঘটনা সম্পর্কের তিক্ততা বাড়াবে। তা হওয়া বাঞ্ছনীয় নয়। দু’দেশের একটা অংশ চায় না সম্পর্ক ভালো হোক।
৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। বাংলাদেশ এবং থাইল্যান্ড থেকেও এবার ব্যবসায়ীরা মেলায় এসেছেন। রয়েছে দেশের মধ্যে থাকা বিভিন্ন প্রদেশের ব্যবসায়ীদের স্টল। বাংলাদেশের পক্ষ থেকে ১১ স্টল খোলা হয়েছে।
মেলার উদ্বোধন করে মানিক সরকার রাজ্যের শিল্পপতিদের শিল্প স্থাপনে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পপতিরা আসছেন এখানে কল কারখানা করতে। রাজ্যের লোকজনও যদি এগিয়ে আসেন তবে তারা আরও সাহস পাবে। এতে করে রাজ্যে যে একটা সম্ভাবনার সৃষ্টি হয়েছে তাকে কাজে লাগানো যাবে।
মেলায় বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী।
বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১২