ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বামপন্থীরাই পারে দুর্নীতিরোধ করতে : প্রকাশ কারাত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বামফ্রন্টকে জয়ী করার আহ্বানের মধ্য দিয়ে শুরু হলো সিপিআই (এম) ২০তম ত্রিপুরা রাজ্য সম্মেলন।

রোববার দুপুরে আস্তাবল ময়দানে এক বিশাল সমাবেশের মধ্য দিয়ে শুরু হয় এ সম্মেলন।

এখানে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম’র সাধারণ সম্পাদক প্রকাশ কারাত বলেন, বামপন্থীরাই পারে দেশে দুর্নীতিরোধ করতে। দুর্নীতি দমনের জন্য তিনি নির্বাচন ব্যবস্থা সংশোধনের কথাও বলেন। প্রকাশ কারাত বলেন, বামপন্থীরা যে বিকল্পের জন্য লড়াই করছে আপনারা আমাদের পাশে থেকেই তা জোরদার করবেন।

তিনি বলেন, উত্তর পূর্ব ভারতে ত্রিপুরা এক আদর্শ রাজ্য। সব জায়গায় এর প্রশংসা হচ্ছে। এখানে একটি স্বচ্ছ প্রশাসন রয়েছে। যারা কাজ করছেন গরিব এবং সাধারণ মানুষের জন্য। এখানে বামপন্থী সরকার থাকার কারণেই কৃষক আত্মহত্যার মতো ঘটনা ঘটে না।

তিনি বলেন, আমরা জানি বামপন্থী শাসিত রাজ্যে কৃষকদের আত্মহত্যা করতে হয় না। পশ্চিমবঙ্গেও বামপন্থীরা ক্ষমতায় থাকার সময় এ ধরনের ঘটনা ঘটতো না। এখন দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে কৃষকরা জীবন দিতে বাধ্য হচ্ছেন। এর কারণ এখন সেখানে বামপন্থীরা ক্ষমতায় নেই।

এদিন প্রকাশ কারাত খুব বেশি সরব হন লোকপাল বিল নিয়ে। তিনি বলেন, কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ইচ্ছা করেই সংসদে একটি দুর্বল লোকপাল বিল এনেছিল। এতে বামপন্থী ও অন্য দলগুলো বেশকিছু সংশোধনী এনেছিল। কিন্তু সরকার সেই বিল পাস করেননি।

সমাবেশে বক্তব্য রাখেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারও। তিনি রাজ্য সরকারের বিভিন্ন সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, সমস্ত প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে রাজ্য সরকার চেষ্টা করছে সাধারণ মানুষের জন্য কাজ করতে। কেন্দ্রীয় সরকার রাজ্যকে বিভিন্ন দিক দিয়ে বঞ্চনা করছে বলেও তিনি তার ভাষণে অভিযোগ করেন।    

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য অঘোর দেববর্মা, রাজ্য সম্পাদক বিজন ধর প্রমুখ।
রাজ্যের প্রায় প্রতিটি মহকুমা থেকে এদিন মানুষ এসেছিল সমাবেশে।

সন্ধ্যায় স্থানীয় টাউন হলে শুরু হয় সম্মেলনের অধিবেশনের কাজ। সম্মেলন চলবে টানা চার দিন।

এবারের সম্মেলনে সারা রাজ্য থেকে ৫১২ প্রতিনিধি অংশ নেবেন। তাছাড়া পার্টির পলিটব্যুরো অন্য সদস্য সীতারাম ইয়েচুরি, বৃন্দা কারাত প্রমুখ উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময় : ২১০৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।