কলকাতা: বহু আলোচিত পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম নিখোঁজ মামলায় সাবেক সিপিএম সাংসদ লক্ষণ শেঠসহ ৮৮ জন অভিযুক্তের বিরুদ্ধে সোমবার হলদিয়া মহকুমা আদালতে চার্জশিট জমা দিল সিআইডি।
২০০৭ সালে ১০ নভেম্বর ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মিছিল থেকে নিখোঁজ হয়েছিলেন ৭ তৃণমূল কর্মী।
এরপর আদালত ঘটনার তদন্তভার দেয় সিআইডিকে। তদন্তে নেমে ঘটনায় জড়িত থাকার অভিযোগে নন্দীগ্রাম ও খেজুরি থেকে ৭ জন সিপিএম কর্মী ও নেতাকে গ্রেফতার করে সিআইডি। অভিযুক্তদের তালিকায় উঠে আসে সাবেক সাংসদ লক্ষণ শেঠ-সহ একাধিক সিপিআইএম নেতার নাম।
উল্লেখ্য, বর্তমানে লক্ষণ শেঠসহ চার্জশিটে অভিযুক্ত একাধিক সিপিএম নেতা এখন পলাতক।
বাংলাদেশ সময়: ০২১৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১২