কলকাতা: পশ্চিমবঙ্গে সম্প্রতি ঘটে যাওয়া বিষমদ কাণ্ডে মূল অভিযুক্ত খোঁড়া বাদশার ১৪ দিনের জেল হেফাজত দিল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহকুমা আদালত।
সোমবার বিচারক তার গোপন জবানবন্দি নেন।
উল্লেখ্য, সপ্তাহ দুয়েক আগেই সে আদালতে আত্মসর্মপন করে। গত ১৫ই ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে বিষাক্ত চোলাই মদ খেয়ে ১৭২ জনের মৃত্যু হয়। এই কাণ্ডের মূল হোতা ছিলেন খোঁড়া বাদশা। এই মৃত্যুর পেছনে খোঁড়া বাদশা ও তার পরিবার জড়িত ছিল বলে পুলিশের অনুমান।
বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১২