ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে বিষমদ কাণ্ডে প্রধান অভিযুক্ত ১৪ দিনের জেল হেফাজতে

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গে সম্প্রতি ঘটে যাওয়া বিষমদ কাণ্ডে মূল অভিযুক্ত খোঁড়া বাদশার ১৪ দিনের জেল হেফাজত দিল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহকুমা আদালত।

সোমবার বিচারক তার গোপন জবানবন্দি নেন।

তারপর এই রায় দেন। কলকাতার প্রেসিডেন্সি জেলে তাকে পাঠান হয়েছে। এর আগে ১৪ দিনের সিআইডি হেফাজত হয় খোঁড়া বাদশার। সোমবার তার শেষ দিন ছিল। এদিন আদালত চত্ত্বরে করা নিরাপত্তার ব্যবস্থা করা হয়। র্যাফও কমেন্ডো বাহিনী নিয়োগ করা হয়েছিল।

উল্লেখ্য, সপ্তাহ দুয়েক আগেই সে আদালতে আত্মসর্মপন করে। গত ১৫ই ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে বিষাক্ত চোলাই মদ খেয়ে ১৭২ জনের মৃত্যু হয়। এই কাণ্ডের মূল হোতা ছিলেন খোঁড়া বাদশা। এই মৃত্যুর পেছনে খোঁড়া বাদশা ও তার পরিবার জড়িত ছিল বলে পুলিশের অনুমান।

বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।