কলকাতা : একটি বেসরকারি চ্যানেলের আমন্ত্রণে কলকাতা বইমেলায় সোমবার আমন্ত্রিত ছিলেন সাবেক পাক অধিনায়ক তথা তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খান। তার বক্তব্যের সময় কিছুক্ষণের জন্য বই মেলায় আলো নিভে যাওয়া নিয়ে সমালোচনার ঝড় উঠল।
যদিও বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সের্লাশ গিল্ডের তরফ থেকে বলা হয়েছে, সময় ফুরিয়ে যাওয়ার পরও অনেকক্ষণ ধরে ইমরান খানের বক্তব্য দেওয়া থেকে অব্যাহতি দিতেই ইচ্ছে করেই আলো নিভিয়ে দেওয়া হয়েছে। আর এই নিয়েই এখন গিল্ডের সৌজন্যবোধের প্রশ্ন উঠেছে।
এদিন তিনি বিকেল ৪টা ২০ মিনিটে তিনি বক্তব্য রাখতে উঠেন। ৫টা ১৫ মিনিট পর্যন্ত তার বক্তব্যের সময় নির্ধারিত ছিল। এর পর ৫ মিনিট বরাদ্দ ছিল অন্যান্য সংবাদ মাধ্যমের জন্য। কিন্তু নির্ধারিত সময় অতিক্রান্ত হয়ে তা গিয়ে দাঁড়ায় ৫টা ৫৫ মিনিট পর্যন্ত। ঠিক তখনই গিল্ড কর্তারা ইমরানের বক্তব্য চলাকালীন তিন মিনিট আলো নিভিয়ে রাখার সিদ্ধান্ত নেন।
আর এখানেই গিল্ডের সৌজন্যবোধ নিয়ে সমাজের বিভিন্ন স্তরে প্রশ্ন দেখা দিয়েছে। বলা হচ্ছে, ইমরানের মত একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বের বক্তব্যের মাঝখানে ইচ্ছাকৃত ভাবে আলো নেভানো কতটা যুক্তি সঙ্গত। এতে তো কলকাতারই মুখ পুড়ল বলে অনেকেরই বক্তব্য।
যদিও গিল্ডকর্তা ত্রিদিব চট্টোপাধ্যায় এই কাণ্ডের পেছনে অনৈতিক কিছু দেখছেন না। তার কথায়, আলো না নেভালে ইমরান খানকে আরও দীর্ঘক্ষণ বক্তব্য রাখতে হত। এতে তিনি ক্লান্ত হয়ে পড়তেন।
বাংলাদেশ সময় : ০২৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১২