কলকাতা : বর্ধমান রাজ্য সরকার কলেজের অস্থায়ী অধ্যাপকদের নির্দিষ্ট হারে বেতন দিচ্ছে না। এরই প্রতিবাদে সোমবার বিক্ষোভ দেখালেন তারা।
কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিল শেষে অস্থায়ী অধ্যাপকরা কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তির সামনে নিজেদের মার্কশিট পুড়িয়ে প্রতিবাদ করেন।
কিছুদিন আগেই কলকাতার যাদবপুরের বিজয়গড় কলেজের একজন অস্থায়ী অধ্যাপিকা আত্মহত্যা করেন। অভিযোগ সরকার অধ্যাপকদের নির্দিষ্ট হারে বেতন না দেওয়াতেই অভাবের তাড়নায় আত্মহত্যা করেছেন ওই অধ্যাপিকা।
নির্দিষ্ট হারে রাজ্য সরকার বেতন না দিলে আগামী দিন আত্মহত্যার সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
বাংলাদেশ সময় : ০২৪২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১২