ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে ৭০ বস্তা রসুনসহ ৬ বাংলাদেশি আটক

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১২

কলকাতা: ৭০ বস্তা রসুনসহ ৬ বাংলাদেশিকে এবার ভারতীয় জলসীমায় সুন্দরবনে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার এদের আটক করা হয়।



প্রশাসনিক সূত্রে জানা গেছে, দক্ষিণ ২৪ পরগনার জেলার কেঁদো দ্বীপ থেকে ৩৫ কিলোমিটার জলসীমার মধ্যে সম্প্রতি অপহ্রত ১১ জন ভারতীয় জেলেসহ মা জগদ্ধাত্রী ট্রালারের খোঁজে অভিযান চালানোর সময় এরা ধরা পড়েন। এদের কাছ থেকে ৭০ বস্তা রসুন পাওয়া যায়।

আটককৃতরা হলেন- জাহিঙ্গীর আলম, জাহেদুল আলাম, মহসিন আলি, নাসিরুদ্দিন শেখ, সিদ্দিক মোড়ল ও দুলাল কর্মকার। আটকের পর ৬ বাংলাদেশিকে ফ্রেজারগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা বিচারক ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আটককৃতদের সঙ্গে পূর্বে গ্রেফতার হওয়া ৫ জনের (মুহম্মদ মুস্তফা, নুরুল ইসলাম, জাহির খান, হিরু খান ও বিষ্ণুপদ হালদা) সঙ্গে কোনো সর্ম্পক আছে কিনা তা খতিয়ে দেখছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।

আটককৃতদের বর্তমানে ডায়মন্ড হারবার জেলে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।