ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা প্রিমিয়ার ফুটবল লিগ

খেলোয়াড় কেনার ব্যয় ১০৫ কোটি রুপি!

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১২

কলকাতা: বিশ্ব ফুটবলের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটেছে কলকাতায়। কলকাতার প্রিমিয়ার ফুটবল লিগে খেলোয়াড় কেনার জন্য দু’দিনে ব্যয় হয়েছে ১০৫ কোটি রুপি।



ফুটবল ইতিহাসে প্রথমবার বিশ্বকাপার ফুটবলারদের বিক্রির জন্য নিলামে তোলা হয় কলকাতার এক পাঁচতারা হোটেলে। যা দেখতে রীতিমত প্রতিনিধি পাঠিয়েছিল ইংল্যান্ড ও ফ্রান্সের টিভি চ্যানেল।

ক্রেস্পো, ক্যানাভারো ও পিরেসের সঙ্গে দুই তারকা ইংল্যান্ডের রবি ফাউলার ও নাইজেরিয়া ওকোচাকেও কিনে নেয় ফ্র্যাঞ্চাইজিরা কয়েক কোটি রুপি।

ফাউলারকে কেনে কলকাতা আর ওকোচাকে দুর্গাপুর। ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগের (আইপিএল) ধাঁচে কলকাতায় যে প্রিমিয়ার ফুটবল লিগ শুরু হতে চলেছে, তাতে গত রোববার পাঁচটি টিম ছিল। গত দুদিনে ফুটবলে লগ্নি হয় প্রায় ১০৫ কোটি টাকা।

ক্রেসপোকে ৪ কোটি ১৯ লাখ রুপিতে কিনে নেয় বারাসত। নিলামে তিনিই সবচেয়ে দামি ফুটবলার।

তবে সবচেয়ে বেশি টানাটানি হয় ক্যানাভারোকে নিয়ে। শেষ পর্যন্ত তার দাম ওঠে ৪ কোটি ১৪ লাখ রুপি। আইকনদের মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হন নাইজেরিয়ার সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ওকোচা। ২ কোটি ৭৪ লাখ রুপি তার দাম।

এর পাশাপাশি লাতিন আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার কিছু অখ্যাত তারকাও নিলামে উঠেছে। সবচেয়ে দামি কোচ হলেন পর্তুগালের লুইস ফিগো। তাকে ১ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় হাওড়ার দল।

বারাসতের কোচ হন তেইতুর থোর্ডোরসন। কলকাতার কোচ পিটার রিড, শিলিগুড়ির মার্কো এতচেভেরি ও দুর্গাপুরের স্যামসন সিয়াসিয়া।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘন্টা, ফেব্রুয়ারি ০১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।