আগরতলা (ত্রিপুরা): পশ্চিমবঙ্গ সরকারের নির্যাতনের শিকার জনগণের পাশে থাকবে ত্রিপুরা। সি পি আই (এম)’র ২০তম ত্রিপুরা রাজ্য সম্মেলন থেকে এ ধরনের একটি প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
সম্মেলন থেকে শপথ নেওয়া হয় পশ্চিমবঙ্গের আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে ও অর্জিত অধিকার রক্ষার সংগ্রামের সাথি হবে ত্রিপুরার এ দলটি।
তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস জোট ক্ষমতায় বসার পর থেকে গত আট মাসে সন্ত্রাস মাঠে নামিয়ে এনেছে বলে ওই প্রস্তাবে অভিযোগ করা হয়। এ পর্যন্ত ৫৮ বামফ্রন্ট কর্মী-সমর্থক খুন হয়েছেন।
শুধুমাত্র প্রস্তাব গ্রহণই নয় সম্মেলনের প্রতিনিধি এবং নেতৃবৃন্দের আলোচনায় এ বিষয়টি গুরুত্ব পেয়েছে। এ খবর জানিয়েছেন দলের মুখপাত্র গৌতম দাস।
তিনি বলেন, পশ্চিমবঙ্গে কি ধরনের অত্যাচার হচ্ছে তার পুর্নাঙ্গ বিবরণ তুলে ধরা হয়েছে সম্মেলনে। এ প্রস্তাবের উপর আলচনা ক্রতে গিয়ে প্রতিনিধিরা জানিয়েছেন, দেশের বাম আন্দোলনকেই পিষে মারতে এ ধরনের আক্রমণ হচ্ছে। ঐক্যবদ্ধ প্রতিবাদ ও প্রতিরোধের মধ্য দিয়েই তার মোকাবেলা করতে হবে।
প্রতিনিধিরা আশা প্রকাশ করেছেন, পশ্চিমবঙ্গের সংগ্রামী জনতাকে কোনভাবেই পরাস্ত করতে পারবে না এই আধা ফ্যাসিস্ট আক্রমণ।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১২