ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার রাজারহাটে হচ্ছে ৫০০ শয্যার ক্যান্সার হাসপাতাল

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গের কলকাতার রাজারহাটে গড়ে উঠতে চলেছে ৫০০ শয্যার এক ক্যান্সার হাসপাতাল।

রাজ্য সরকারের সহযোগিতায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ১০ একর জমির ওপর হাসপাতালটি গড়ে তুলতে চলেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এ হাসপাতাল তৈরির জন্য ইতিমধ্যেই জমির রেজিষ্ট্রিকরণ হয়ে গেছে। চলতি বছরের এপ্রিল মাসেই হাসপাতাল তৈরির কাজ শুরু হবে।

তিনি জানিয়েছেন, আগামী আড়াই বছরের মধ্যে এ হাসপাতাল তৈরির কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। দুটি ধাপে হাসপাতালটি তৈরি হবে। প্রথম পর্যায়ে ৩০০ ও পরবর্তী পর্যায়ে আরও ২০০টি শয্যার কাজ হবে। এর জন্য মোট ব্যয় হবে ৫৬৩ কোটি রুপি। এর মধ্যে কেন্দ্রীয় সরকার ৯০ শতাংশ এবং রাজ্য সরকার ১০ শতাংশ অর্থ খরচ করবে।

তিনি আরও জানান, এই হাসপাতাল তৈরি হয়ে গেলে পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে যাওয়ার প্রয়োজন হবে না। এ হাসপাতালে বছরে ১ লক্ষ রোগীর চিকিৎসার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘন্টা, ফেব্রুয়ারি ০২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।