ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রেগার কর্মীদের কাজের নিশ্চয়তা চাই: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  দেশে রেগা প্রকল্পে কাজ করা কর্মীদের কাজের নিশ্চয়তা দাবি করলেন ত্রিপুরার গ্রাম উন্নয়ন মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী।

দিল্লির বিজ্ঞান ভবনে রেগা প্রকল্প নিয়ে সর্ব ভারতীয় পর্যায়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

সে বৈঠকে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রীও। সেখানেই সারা দেশের রেগা কর্মীদের নিয়ে জোরালো সওয়াল করেন জিতেন্দ্র চৌধুরী।  

এ বৈঠকে প্রধানমন্ত্রী ছড়াও বক্তব্য রাখেন ইউপিএর চেয়ারপার্সন সোনিয়া গান্ধী এবং কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ।

রেগা রুপায়নে এবারও সারা দেশের মধ্যে সেরা ত্রিপুরা। রাজ্যের ধারে কাছে নেই কোন অন্য রাজ্য। এখন পর্যন্ত গড়ে ৫৮ দিন কাজ হয়েছে ত্রিপুরায়। আর এক্ষেত্রে জাতীয় গড় হল মাত্র ৩২ দিন। দিল্লির এই বৈঠক থেকে বেরিয়ে এসেছে এ তথ্য।

সম্মেলনে জিতেন্দ্র চৌধুরী রেগায় প্রতি বছরে কাজ ১০০ দিনের পরিবর্তে বাড়িয়ে ২০০ দিন করারও দাবি জানান। নিয়মিত রেগার টাকা সরবরাহ করার ওপর জোর দেন তিনি।

তিনি বলেন, ‘অর্থ বছরের নয় মাস অতিক্রান্ত। কিন্তু দেশে মাত্র ব্যয় হয়েছে রেগায় বরাদ্দকৃত ৪০ হাজার কোটি টাকার মধ্যে ৫০ শতাংশ টাকা। এ অবস্থা কেন হলো তা গুরুত্ব দিয়ে আমাদের ভাবতে হবে। কারণ স্বাধীনতার পর দেশে যত প্রকল্প হয়েছে, তার মধ্যে রেগা জন কল্যাণমুখী সবচেয়ে বড় প্রকল্প। এর সঠিক বাস্তবায়নের ওপর দেশের গরীব মানুষের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন নির্ভর করছে। ’

সভায় ত্রিপুরার মন্ত্রী জিতেন্দ্র চৌধুরীর তলা বিভিন্ন দাবির প্রতি সহমত পোষণ করেন অন্য রাজ্যের মন্ত্রীরাও।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।