আগরতলা (ত্রিপুরা) : বিখ্যাত ললিতকলা একাডেমির ষষ্ঠ আঞ্চলিক কেন্দ্র হবে আগরতলায়। সংস্থার সহ-সভাপতি কে আর সুকল্প বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এ কথা জানান।
তিনি বলেন, রাজ্য সরকার জমি দিলে ত্রিপুরায় আমরা ললিতকলা একাডেমির ষষ্ঠ আঞ্চলিক অফিস খুলবো। যেখানে জাতীয় এবং আন্তর্জাতিক সেমিনার, প্রদর্শনী ও কর্মশালা হবে।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।
মানিক সরকার বলেন, আমরা খুব শীঘ্রই জায়গার বন্দোবস্ত করে দেব। কিন্তু জায়গা পাওয়ার আগেই ললিতকলা একাডেমি রাজ্যে তাদের কাজ শুরু করুক। আগরতলায় যে আর্ট কলেজ রয়েছে সেখানে তারা অস্থায়ীভাবে কাজ শুরু করতে পারে।
এদিন থেকেই আগরতলার শিশু উদ্যানে শুরু হয়েছে উত্তরপূর্ব ভারতের চারুশিল্পীদের শিল্পকর্ম নিয়ে চারুশিল্প মেলা। ললিতকলা একাডেমির কলকাতা শাখা এই মেলার উদ্যোক্তা। উত্তর-পূর্ব ভারতে এ ধরনের মেলা বা কর্মসূচি এই প্রথম।
এ অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন কে আর সুকল্প এবং মানিক সরকার।
দেশে ললিতকলা একাডেমির বর্তমানে পাঁচটি কেন্দ্র রয়েছে। লখনউ, মুম্বাই, ভুবনেশ্বর, কলকাতা ও দিল্লিতে। আগরতলায় হবে দেশের ষষ্ঠ কেন্দ্র।
বাংলাদেশ সময় : ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১২