ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কেন্দ্র সরকার রাজ্যকে কোনো সাহায্য করছে না : অমিত মিত্র

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১২

কলকাতা : কেন্দ্র সরকার রাজ্যকে কোনো সাহায্য করছে না বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র।

সোমবার তিনি বলেন, রোববার কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সিংভি যে কেন্দ্রীয় সাহায্যের কথা বলেছেন তা সম্পূর্ণ ভুল।

কেন্দ্র কোনো অর্থনৈতিক সাহায্য এ পর্যন্ত রাজ্যকে করেনি।

২০০৫-২০০৬ সালে বিহারকে যেভাবে পিছিয়ে পড়া রাজ্য হিসেবে অর্থনৈতিকভাবে প্রজেক্টের টাকা দিয়েছিল পশ্চিমবঙ্গকেও আট হাজার সাতশ’ কোটি রুপি তেমনভাবে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

অর্থমন্ত্রী আরও অভিযোগ করেন, সাবেক বামফ্রন্টের আমলে তারা দুই লাখ তিন হাজার কোটি রুপি সরকারি ঋণ রেখে যান। তার সুদ বাবদ প্রতিবছর কেন্দ্র ২২ হাজার কোটি রুপি ট্রেজারি থেকে কেটে নেয়। এই টাকা পেলে রাজ্য সরকার অনেক কাজ হাতে নিতে পারত।

অমিত মিত্র বলেন, মনু সিংভি অর্থনীতির ছাত্র নন, ওকালতি পড়েছেন। তাকে সঠিক তথ্য দেওয়া হয়নি।

এ সময় তিনি আরো বলেন, আশা করি তার কাছ থেকে ফোন কল পাব।

সাংবাদিকরা প্রশ্ন করেন সম্প্রতি কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী জয়রাম রমেশ রাজ্যের কয়েকটি পঞ্চায়েত ঘুরে দেখে জানান, বর্তমান সরকার তিন হাজার কোটি রুপির ডিপিআর এখনও জমা দেননি।

এর উত্তরে অর্থমন্ত্রী জানান, তিনি আট হাজার সাতশ’ কোটি রুপির ডিপিআর এরই মধ্যে জমা দিয়েছেন।

তিনি দাবি করেন, বছরে রাজ্য সরকারকে যে সুদ দিতে হয় তা কেন্দ্র মওকুফ করলে তারা নি:শ্বাস নিতে পারবেন।

বাংলাদেশ সময় : ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।