ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৪

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১২

কলকাতা: কলকাতায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। বিধানসরণী ও মহাত্মাগান্ধী রোডের সংযোগ স্থলে একটি যাত্রীবোঝাই টাটা সুমো গাড়িকে একটি লরি ধাক্কা দিলে ঘটনাস্থলে ওই ৫ ব্যক্তি নিহত হয়।



এছাড় আহত হয় আরও ৪ জন। তাদের মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে টাটা সুমোর চালকও আছেন।

পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার ভোররাতে ধূপ বোঝাই একটি ছয় চাকার লরি খুব দ্রুত এসে টাটা সুমোটিকে সজোরে ধাক্কা দেয়। ঘটনার তীব্রতা এতোটাই ছিল যে লরিটি টাটা সুমোর ওপরে উঠে পড়ে। সামনের লাইটপোস্ট ভেঙে যায়। টাটা সুমোটি হাওড়া স্টেশন থেকে মুর্শিদাবাদ যাচ্ছিল।
 
লরির চালক মদ্যপ অবস্থায় থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান। তবে লরির চালক পলাতক।

ঘটনার পরে পুলিশ আসতে দেরি হয় বলে স্থানীয় মানুষের অভিযোগ। ঘটনাস্থলটি বড়বাজারের, না জোড়শাঁকোর  থানার আওতায় পড়ে এই নিয়ে পুলিশ কর্মীদের মধ্যে বির্তকের জেরেই এই দেরি হয়। পরে ঘটনাস্থলে পুলিশ আসে। সকালে অনেকক্ষণ রাস্তা বন্ধ করে রাখা হয়। পরে লরি ও টাটা সুমোর ভঙ্গানাংশ সরিয়ে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।