কলকাতা: নিজের দলের বিরুদ্ধে ফের তোপ দাগলেন তৃণমূল সাংসদ ও বিশিষ্ট গায়ক কবীর সুমন। দলের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন তৃণমূলের এই সাংসদ।
শনিবার সাংবাদিকদের কাছে ২০০৯ সাল থেকে যাদবপুর কেন্দ্রের তৃণমূল সাংসদ কবীর সুমন বলেন, চলতি আর্থিক বর্ষে সাংসদ তহবিলের একটি টাকাও আমি হাতে পায়নি।
তিনি এদিন অভিযোগ করে বলেন, তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের উন্নয়নের পরিবর্তে ক্ষমতায় টিকে থাকা নিয়েই বেশি চিন্তিত।
অসুস্থ অবস্থায় হাসপাতালে বেশকিছুদিন ভর্তি ছিলেন তিনি। কিন্তু তখনও রাজ্য সরকারের তরফে, বা তার দলের তরফে একজনও তার কোনও খোঁজ নেয়নি বলে অভিযোগ ক্ষুব্ধ সাংসদের।
সাম্প্রতিকালে কখনও মাওবাদীদের নিয়ে গান বেঁধে, কখনও কৃষক মৃত্যু নিয়ে সরব হয়ে বির্তকের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন কবীর সুমন। দল যেন তাকে বহিষ্কার করে, একথা আগেও বলেছেন এই তৃণমূল সাংসদ। এবারও দলনেত্রীর কাছে তার দাবি সেটাই।
তবে কথায় কথায় সাবেক বাম সরকারের কাজের সমালোচনা বন্ধ করার পক্ষেও এদিন সওয়াল করেছেন তৃণমূল সাংসদ।
বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১২