ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিপিএমের ব্রিগেড সমাবেশ ১৯ ফেব্রুয়ারি

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে বিপর্যয়ের পর আগামী ১৯ ফেব্রুয়ারি প্রথম কলকাতার ব্রিগেডে প্যারেড গ্রাউন্ডে সমাবেশ করবে সিপিএম।

১০ লাখ মানুষের জমায়েতের টার্গেট নিয়ে এই সমাবেশ করবে সিপিএম।

তাই নিঃসন্দেহে এই সমাবেশ সিপিএমের কাছে সাংগঠনিক শক্তি প্রদর্শনেরও। আর সেই কারণে সমাবেশের জন্য ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছে সিপিএম।

দলীয় সিদ্ধান্ত ব্রিগেড সমাবেশের প্রচারের জন্য রাস্তায় নামবেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র, সাবেকমন্ত্রী নিরুপম সেন ও গৌতম দেবের মতো শীর্ষ নেতারা।

সমাবেশে উপস্থিত থাকার জন্য বাড়িতে বাড়িতে চিঠি পাঠানো হবে। ব্রিগেড সমাবেশের প্রচারে ফেসবুক, ট্যুইটারের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমকেও ব্যবহার করবে সিপিএম।

দলের শীর্ষ নেতৃত্ব মনে করছেন, জেলায় জেলায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সমর্থকদের ব্রিগেডমুখী করা অন্যান্য বারের তুলনায় কঠিন।

ইতিমধ্যেই আলিমুদ্দিন স্ট্রিট থেকে সমাবেশের জন্য সর্বোচ্চ উদ্যোগ নেওয়ায় নির্দেশ পৌঁছেছে জেলা কমিটিগুলিতে। সিদ্ধান্ত হয়েছে, শুধু আঞ্চলিক নেতারাই নন, ব্রিগেডের জন্য প্রচার সভাগুলোতে বক্তব্য রাখবেন সূর্যকান্ত মিশ্র, নিরুপম সেন ও গৌতম দেবের মতো নেতারাও।

সমাবেশের জন্য অর্থ সাহায্যও সংগ্রহ করবে সিপিএম কর্মীরা। সেই কর্মসূচিতে উপস্থিত থাকবেন দলীয় নেতৃত্ব।
ইতিমধ্যেই কোন জেলা থেকে কত সংখ্যক মানুষ সমাবেশে আসবেন, তা নির্দিষ্ট করতে বলা হয়েছে জেলা কমিটিগুলোকে। ব্রিগেড সমাবেশের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আলোচনা করতে ৭ ও ৮ ফেব্রুয়ারি দুদিনের রাজ্য কমিটির বৈঠক ডেকেছে সিপিএম।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘন্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।