ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আখাউরা সীমান্তে বিএসএফ ও বিজিবির পতাকা বৈঠক অনুষ্ঠিত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  বিএসএফ ও বিজিবির কর্মকর্তাতাদের মধ্যে এক পতকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগরতলার আখাউরা সীমান্তে সোমবার সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়।



জানা গেছে, গত সপ্তাহে আখাঊড়া সীমান্তে বিএসএফের পক্ষ থেকে একটি কালভার্ট নির্মাণ করতে গেলে বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে সামান্য উতপ্ত অবস্থার সৃষ্টি হয়।

তাছাড়া ত্রিপুরা বাংলাদেশ সীমান্তের পাঁচ স্থানের জিরো লাইনে সিঙ্গেল ফেন্সিং দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এ নিয়েও বিজিবি’র সঙ্গে কিছু মতানৈক্যের সৃষ্টি হয়েছে বিএসএফের।

সোমবার এসব বিষয় নিয়েই বিএসএফ এবং বিজিবির মধ্যে পতাকা বৈঠক হয়। সকাল নয়টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত বৈঠক চলে।

সিঙ্গেল ফেন্সিংয়ের কথা শুনে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, তারা এ ব্যাপারে তাদের উচ্চতর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। পরে বিএসএফকে সে ব্যাপারে জানিয়ে দেওয়া হবে বলে তারা জানান।

আখাঊড়া সীমান্তে কার্লভার্ট নির্মাণ করার ব্যাপারেও বিজিবি পড়ে তাদের মতামত দেবে বলে জানিয়েছে।
 
পতাকা বৈঠকে দু’পক্ষের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬,

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।