ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে কৃষকদের আত্মহত্যার ঘটনায় বামফ্রন্টের স্মারকলিপি

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১২
পশ্চিমবঙ্গে কৃষকদের আত্মহত্যার ঘটনায় বামফ্রন্টের স্মারকলিপি

কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে কৃষকদের আত্মহত্যার ঘটনায় সরব হয়েছে বামফ্রন্ট। গত সোমবার বিরোধী নেতা সূর্যকান্ত মিশ্রর নেতৃত্বে বাম প্রতিনিধিরা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে স্মারকলিপি দিয়েছে।

স্মারকলিপিতে ধানের সহায়ক মূল্য, রেশন কার্ড বিলি প্রভৃতি বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সূর্যকান্ত মিশ্র এদিন অভিযোগ করেন, যথাযথ ধান সংগ্রহ হচ্ছে না, রাজ্যে নজিরবিহীন হারে কৃষক আত্মহত্যার ঘটনা ঘটেই চলেছে। মৃত কৃষকদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি করেন তিনি।

রাজ্য সরকার কৃষকদের দাবি নিয়ে কেন্দ্রের কাছে গেলে বিরোধীরা সম্পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি।

তবে বিরোধী বামফ্রন্টের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার পরই খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন,  কৃষক আত্মহত্যা নিয়ে রাজনীতি করছেন বিরোধীরা। রাজ্যে ঋণগ্রস্ত হয়ে এখনও পর্যন্ত একজন মাত্র কৃষক আত্মহত্যা করেছেন।

বিরোধীদের দাবি,  আত্মহত্যা করেছেন ৩১ জন কৃষক।

রাজ্যে কবে, কোথায়, কখন, কতজন কৃষক ঋণের জন্য আত্মহত্যা করেছেন, বিরোধীদের তরফে তার একটি তালিকা সোমবার সরকারকে দেওয়া হয়েছে। তালিকাটি গ্রহণ করলেও খাদ্যমন্ত্রীর বক্তব্য,  যেসব কৃষক আত্মহত্যা করেছেন তাদের বেশিরভাগই ব্যক্তিগত কারণে। ৱ

অন্যদিকে কৃষকদের থেকে ধান কিনতে না পারার জন্য কেন্দ্রকেই দায়ী করেছে রাজ্য সরকার। সোমবার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, কেন্দ্র ধান কেনার জন্য রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না। অন্যান্য রাজ্যকে এই খাতে টাকা দেওয়া হলেও বঞ্চিত রাখা হচ্ছে পশ্চিমবঙ্গকে।

খাদ্যমন্ত্রী এদিন সরাসরি অভিযোগ করেন, টাকা মঞ্জুর করার ক্ষেত্রে কেন্দ্র টালবাহানা করছে।

তবে এর বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে সূর্যকান্ত মিশ বলেছেন, কেন্দ্রের অন্যতম প্রধান শরিক হয়ে তৃণমূল আন্তর্জাতিক চুক্তি আটকে দিতে পারছে। অথচ কৃষকদের ধান কেনার জন্য সরকারের ওপর চাপ বাড়াতে পারছে না। সরকার কৃষকদের থেকে সহায়ক মূল্যে ধান কিনছে না।

খাদ্যমন্ত্রীকে এদিন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র জানান, যদি কেন্দ্রের কাছে আর্থিক সাহায্য নিয়ে রাজ্য সরকার দরবার করে তাদের সঙ্গে বিরোধীরাও থাকবে।

বাংলাদেশ সময়: ০৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।